Date : 28 Jan, 2024
খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়, ডাকঘর -উমরপুর, উপজেলা -ওসমানী নগর জেলা -সিলেট এর জন্য সরকারী বিধিমোতাবেক শূন্যপদে (এমপিও ভুক্ত) একজন প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অনাপত্তিপত্র, পাসপোর্ট সাইজের ২কপি ছবি এবং সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০০৭৯১৬২৭২, অগ্রণীব্যাংক, উমরপুর বাজার শাখা,সিলেট এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকা জমা করতঃ জমা রশিদের ফটোকপি সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫(পনের) দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন পত্র পৌঁছাতে হবে।
সভাপতি।